10/10/12

***এখন সময় ELANCE থেকে আয় করার***



আসসালামুওলাইকুম, ফ্রীলেঞ্চার বন্ধুরা কেমন আছেন সবাই। আজ লিকতেছি ফ্রীলেঞ্চিংএ অন্যতম মার্কেট প্লেস সাইট ELANCE সম্পর্কে। ELANCE  সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। তবে যারা জানেন না তাদেরকে জানানর জন্য আজকের লেখা। এখন ODESKএ প্রচুর বাংলাদেশী কাজ করে আবার অনেকে আছে যারা অনেক দিন ধরে অ্যাপ্লাই করেও কোন কাজ পাচ্ছে না। ক্লিক ক্লিক সাইট গুলো উধাও হওয়ার পর অনেকে Odesk শেষ ভরসা হিসেবে জয়েন করেছেন, কাজ না জানায় তাদের প্রায় সবাই ডাটা এন্ট্রি জব গুলতে অ্যাপ্লাই করেন কিন্তু পছন্দ মতো জব পাচ্ছেন না। আর Odesk এর জব এর রেটও অনেক কমে গেছে। মাঝে মাঝে দেখি জব পোস্ট করার ঘণ্টা খানিক পরেই ৩০০এর বেশী অ্যাপ্লাই করেছে। ডাটা এন্ট্রি জব গুলতে রেট এতো কম দেকলে মাথা নষ্ট হবার জোগাড়।  তাই বলছি এখন থেকে ট্রাই করুন ELANCEএ।

 কারন এখানে কাজের রেট Odesk  থেকে অনেক ভালো। Elance এ বাংলাদেশিদের খুব একটা দেখা জায় না, ইন্ডিয়ান আর পাকিস্তানিরা অনেক বেশী পরিমাণে এখানে কাজ করে। প্রথমে Elance একটু কঠিন মনে হতে পারে তবে যারা Odeskএ কাজ করেন তাদের খুব একটা সমস্যা হবে না। স্বাভাবিক নিয়মে জয়েন করে প্রোফাইল সুন্দর ভাবে সাজান, ভেরিফাই ছাড়াই প্রোফাইল ৯০ভাগ কমপ্লিট করা জায়। প্রোফাইল সুন্দর করারা জন্য হেল্পে গিয়ে দেখুন। তারপর চেষ্টা করুন ভেরিফাই করার জন্য। ফোন ভেরিফাই এর সময় সমস্যা হতে পারে, তবে লাইভ চ্যাঁটএ গিয়ে জানালে তারা অটো ভেরিফাই করে দিবে। আর একটা সমস্যা হচ্ছে অ্যাপ্লাই বা বিড করার লিমিট, তবে আপনার প্রোফাইল যদি সুন্দর হয় তবে client দের কাছ থেকে তার জব এ অ্যাপ্লাই করার ইনভাইটেসন পাবেন। আমি Elance এ যদিও নতুন তবুও আমার কাছে ভালই লাগে। আপনারাও জয়েন করে একটু ঘাটাঘাটি করে দেকতে পারেন। সুন্দর ভাবে ক্যারিয়ার গড়তে পারেন এখানে। জয়েন করার জন্য ক্লিক করুন এখানে 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.