7/10/12

Taka Income by Freelancing Earn From Odesk


আমরা যারা অনলাইন থেকে আয় করতে চাই তারা অনেকে জানি ফ্রীলাঞ্চিং সম্পর্কে। ফ্রীলাঞ্চিং হচ্ছে ইন্টারনেট থেকে টাকা আয়ের সব থেকে নির্ভরযোগ্য পথ। আমাদের দেশে অনেকেই এটিকে উপার্জনের সর্বোত্তম পথ হিসেবে বেছে নিয়েছেন। এখান  থেকে আপনি ৫হাজার থেকে লাখ টাকাও আয় করতে পারেন প্রতিমাসে। আমাদের দেশে অনেক কিছুর অভাব থাকা সত্তেও ফ্রীলাঞ্চিং এ সারা পৃথিবীতে ৩ নাম্বার এ আছে। ফ্রীলাঞ্চিং হচ্ছে নির্দিষ্ট টাকার বিনিময়ে কোন কোম্পানি বা বাক্তির কাজ করে দেয়া। আপনি যদি শুধু ডাটা এন্ট্রি কাজ জানেন তাহলে তা দিয়েই আপনি আয় করতে পারবেন। এটিকে আপনি আপনার ফুল টাইম অথবা পার্ট টাইম কাজ হিসেবে নিতে পারেন। খুব বেশিদিন হয়ত লাগবেনা বাংলাদেশের প্রথম স্থান দখল করতে। ফ্রীলাঞ্চিংএ বাংলাদেশিদের কাছে সব থেকে জনপ্রিয় ও নির্ভরযোগ্য সাইট হচ্ছে ওদেস্ক। হাজার হাজার বাঙালি এখানে কাজ করে টাকা আয় করে। অদেস্ক এ আপনি দুই ধরনের কাজ করতে পারবেন একটি হচ্ছে ফিক্সড ও অপরটি হচ্ছে আওরলি। ফিক্সড কাজ হচ্ছে আপনি একটি কাজ কত টাকার মধ্যে করে দিতে পারবেন। আর আওরলি কাজ হচ্ছে আপনি কাজ করার সময় প্রতি ঘণ্টায় কত টাকা নিবেন। অদেস্ক এর একটি ভাল বৈশিষ্ট্য হচ্ছে  আপনি যদি  আওরলি কাজ করেন তাহলে অবশ্যই টাকা পাবেন। এবার আসি কিভাবে জয়েন করবেন ও কিভাবে জব অ্যাপ্লাই করবেন। খুব সাধারণ ভাবে অদেস্ক এ জয়েন করতে পারবেন। জয়েন করার সময় আপনি যে ইমেইল ব্যবহার করেন সেটি দিবেন এবং আপনার সঠিক ফুল নাম ব্যবহার করবেন সব সঠিক তথ্য দিবেন। এবার আপনার প্রোফাইল সুন্দর করে সাজাবেন যাতে আপনার প্রোফাইল দেখে বায়ার আকৃষ্ট হয়। এখন আপনি জব সার্চ করবেন, যে কাজ গুল মনে হবে আপনি পারবেন শুধু সেই জব গুলতে অ্যাপ্লাই করবেন। মনেরাকবেন অ্যাপ্লাই করার সময় আপনি যে কভার লেটার লিকবেন সেটা জেন খুব ভাল হয়, কারন এটার উপর অনেক কিচু নির্ভর করে। অদেস্ক এ জয়েন করতে এখানে ক্লিক করুন